Go Top

I'm on Fiverr with Web-development skill

বিপরীত শব্দ: ব্যাংক, বিসিএস ও অন্যান্য চাকরির জন্য part-1

বিপরীত শব্দ

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি বিবাহিত, তবে বোঝায় যে তিনি অবিবাহিত নন। আবার যদি বলা হয় তিনি | ‘অবিবাহিত, তবে বোঝায় তিনি বিবাহিত নন।
শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন - চেনা থেকে অচেনা; আদর থেকে অনা; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন - ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

SLশব্দ বিপরীত শব্দ 
1অগ্রপশ্চাৎ 
2অচল সচল
3অজ্ঞ বিজ্ঞ 
4অতিবৃষ্টি অনাবৃষ্টি 
5অধম উত্তম 
6অধমর্ণউত্তমর্ণ 
7অনুকূলপ্রতিকুল 
8অনুরক্ত বিরক্ত 
9অনুরাগ বিরাগ
10অন্তরবাহির
11অন্তরঙ্গ বহিরঙ্গা 
12অপ্রতিভ সপ্রতিভ 
13অভিজ্ঞঅনভিজ্ঞ
14অর্থ অনর্থ
15অল্প অধিক 
16অস্তি নাস্তি 
17আকর্ষণ বিকর্ষণ 
18আচার অনাচার
19আত্মীয় অনাতীয়
20আদানপ্রদান

:

  1. জবাব বিপরিত

    ReplyDelete
  2. জবাব বিপরীত শব্দ

    ReplyDelete